দাকোপে বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সভা

প্রকাশঃ ২০২১-০৮-২৭ - ১৫:২১

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নবযাত্রার উদ্যোগে বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে যুব সাংবাদিক এবং যুব ক্লাবের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দাকোপে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কার্যালয়ে সকাল ৯ টায় শুরু হয়ে দু’টি পর্বে দিন ব্যাপী সভাটি চলে। নবযাত্রার ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেখ মাহবুর হোসেন। আলোচনা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক গাজী আবুল বাশার, এস এম মামুনুর রশিদ, শিক্ষক ও যুবক্লাব প্রতিনিধি মুরারী মোহন থান্দার, শিবপদ সরকার, যুব সাংবাদিক পাপ্পু সাহা, আলাল মীর্জা, শিউলি রায়, প্রান্ত রায়, গোবিন্দ গোলদার, অসিত মৃধা, সজীব ব্যানার্জী, দেবাশিষ মন্ডল, দেবব্রত মন্ডল, আল আমিন আলম, আনন্দ নাথ সাহা, কামরুল ইসলাম প্রমুখ। সভার দ্বিতীয় পর্বে ঢাকা থেকে থেকে আগত চ্যানেল আইয়ের অনলাইন রিপোর্টার জাহিদ রহমান, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান, সমকালের জাহিদুর রহমান এবং দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের এম ডি ফয়সাল আহমেদ যুব সাংবাদিক এবং যুব ক্লাবের সদস্যদের মান উন্নয়নের লক্ষ্যে তাদের উদ্দেশ্যে বিশেষ আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিনিয়র ম্যানেজার পলিসি এন্ড এডভোকেসী এম এম মনজুর রশিদ, এমসিএইচ ম্যানেজার ড. মোস্তাক, নবযাত্রা প্রকল্পের ফিল্ড ম্যানেজার আজিজুল হক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের এসআইএস স্টিফেন হেমবরম।