দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী সংস্থা কারিতাসের উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বাজুয়া ও লাউডোপ ইউনিয়নের ১৮ টি ওয়ার্ডে একযোগে দিবসটি পালিত হয়েছে।
কারিতাস খুলনাঞ্চলের আওতায় বহুমূখী আপদে জনগোষ্টির সক্ষমতা শক্তিশালী করন (এসসিআরএম-২) প্রকল্পের আওতায় দিবসটি পালন করা হয়। জার্মানীর অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় করোনা ভাইরাস বিবেচনায় সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক নিশ্চিত করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন লাউডোপ ইউপি চেয়ারম্যান সরোজিত রায়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউপি সদস্যবৃন্দ, সংস্থার মাঠ কর্মকর্তা মিজানুর রহমান খান, প্রকল্প সুপার ভাইজার মিল্টন মন্ডল, রিচার্ড বিশ্বাস, সোহাগ নাথ, সঞ্জিত সরদার, আলোইশিয়াস গাইন, কালিতারা বিশ্বাস এবং ১৮ টি ওয়ার্ডের জনকমিউনিটি ফেসিলিটেটরগন।