দাকোপে বীর মুক্তিযোদ্ধারা আবুল হোসেনকে সংবর্ধনা দিয়েছেন

প্রকাশঃ ২০২২-০৩-২৯ - ২২:১৯

দাকোপ প্রতিনিধিঃ দাকোপের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেনকে বীর মুক্তিযোদ্ধারা সংবর্ধনা প্রধান করেছেন। ২৬ মার্চ উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা, থানা অফিসার ইনচার্জ আননুর যায়েদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, বীর মুক্তিযোদ্ধা এম এ আমজাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আবজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী,ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বীর মুক্তিযোদ্ধার সন্তান পল্লাব বিশ^াস, সাংবাদিক মোঃ মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিবৃন্দ।