দাকোপ, খুলনা: সুস্বাদের সেরা তরমুজ চাষের জন্য খুলনার দাকোপ উপজেলাধীন বাজুয়াই বিখ্যাত।প্রতিবছর বাজুয়া এলাকার ৫টি ইউনিয়নে প্রায় ৬শ হেক্টর জমিতে কম করে হলেও ৩০ কোটি টাকার উন্নতমানের তরমুজ উৎপাদন হয়।আর এখানকার তরমুজ অত্যান্ত ভাল মানের হওয়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এমনকি বিদেশের বাজারেও বিরাট চাহিদা রয়েছে।তাইতো এবারও কৃষকরা বড় লাভের আশায় উচ্চমূল্ল্যের বিদেশী বীজ কিনে প্রায় ২৫ দিন আগে থেকে চাষাবাদ করে বীজবপন করে।শত শত একর জমির মাঠে মাঠে চারাও বেশ বেড়ে গাছে ২/৩ পাতাও উঠেছিল কিন্তু গত ৩দিন যাবৎ অকালে টানা অকাল অতি বর্ষনের সব শেষ,ডুবে গেছে,ভেসে গেছে তরমুজ, কুমড়ো,ঝাল,ঝিঙে,ঢেড়শ,করলা সহ এ মৌসুমে চাষ করা সকল ফসলের ক্ষেত। প্রতিজন কৃষক শুধুমাএ তরমুজ চাষ করতেই ৫০ হাজার টাকা থেকে দেড়/দুই লক্ষ টাকা খরচ করে তরমুজ চাষ করেছিল লক্ষ লক্ষ টাকা মুনফার জন্য কিন্তু বুধবার দিবাগত সারারাত ভারি বর্ষনে সব ভেসে গেছে,শেষ আশাটুকু আর বেঁচে নেই। এ ব্যাপারে বাজুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেব প্রসাদ গাইন,কৃষকনেতা ও শিক্ষক গৌরাঙ্গ প্রসাদ রায়ের সাথে জানান ৩দিনের টানা ভারি বর্ষনে ৫টি ইউনিয়নের হাজার হাজার একর জমির মুল্যবান তরমুজ সহ সকল ফসলের ক্ষেত একেবারেই নষ্ট হয়ে গেছে ফলে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল কৃষকের।আলাপ হয় দাকোপ উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা দাস বিভুতি রনজনের সাথে তিনি বলেন বৃষ্টির পর আজ বুধবার অনেক কৃষক বাজুয়া থেকে এবিষয় ট্রেনিং এ এসেছিলেন আমরা করনীয় কি শিখিয়েছিলাম কিন্তু বুধবার দিবাগত সারারাত টানা ভারি বৃষ্টিতে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে,এরপর আর ক্ষেত তৈরী করে চাষাবাদ করার সময় সুযোগও থাকছে না।