দাকোপ প্রতিনিধিঃ দাকোপে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সুইজারল্যান্ড এর অর্থায়নে ,হেলভেটাস এর সহযোগিতায় ও রূপান্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার। সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নারায়ন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, সিপিবি উপজেলা সাধারণ সম্পাদক সমীরণ রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপিকা বৈরাগী, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বাজুয়া ইউনিয়ন বিএনপি নেতা সাংবাদিক মনিরুল ইসলাম মনি, চালনা পৌরসভা মহিলা জাতীয় পার্টির আহবায়ক সন্ধ্যা পাল। বক্তৃতা করেন ইউপি সদস্য মনীষা গাইন, কনক লতা বর্মন ,অপরাজিতা দান কুমারী, কনিকা গোলদার ইউপি সদস্য অসীম কুমার রায়, সার্বিক সহায়তা করেন উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল। উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নাগরিক নেতা সুশীল সমাজ প্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন নারী দলের সদস্য বৃন্দ । সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপ্তি রায় ।