আজগর হোসেন ছাব্বির :দাকোপে করোনা ভাইরাস মোকাবেলায় চালনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ বিতরণ করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য ভাই শেখ সোহেল।
রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মাঠে শেখ সোহেলের পক্ষে এই ত্রাণ সামগ্রী কর্মহীন ১শ’ পরিবারের হাতে তুলে দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিতরনকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগনেতা শিবপদ পোদ্দার, চালনা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া যুবলীগনেতা নিতাই বাছাড়, পৌর যুবলীগ নেতা আরাফাত আজাদ প্রমুখ।