আজগর হোসেন ছাব্বির : এবার দাকোপে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রান বিতরন করলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য ভাই শেখ সোহেল।
শুক্রবার সকালে দাকোপ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ সোহেলের পক্ষে এই ত্রান বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। চালনা পৌরসভা ও উপজেলার ৯ ইউনিয়নের ৬০০ পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, আ’লীগনেতা হিমাংশু সরকার, স্বপন সরকার, অধ্যাপক সুপদ রায়, ক্ষিতিষ রায়, ইউপি সদস্য খোরশেদ শেখ, যুবনেতা নিতাই বাছাড়, শ্রমিকনেতা গোবিন্দ বিশ্বাস, স্বেচ্ছাসেবকনেতা জি এম রেজা, অমারেশ ঢালী, শিপন ভূইয়া, রতন মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, জয়প্রকাশ রায়, জি এম ফারুক হোসেন প্রমুখ।