দাকোপে সচিব ড. নমিতা হালদারের এসডিএফ‘র কার্যক্রম পরিদর্শন

প্রকাশঃ ২০১৭-১২-১০ - ২২:৩৫

গোলাম মোস্তফা খান, দাকোপ (খুলনা) : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর নূতন জীবন লাইভলীহুড ইমপ্র“ভমেন্ট প্রজেক্ট (এনজেএলআইপি) এর আওতাধীন খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের গৌরকাঠি পশ্চিম পাড়া গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন ও নতুন অফিস ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় গ্রাম সমিতি প্রাঙ্গনে সমিতির সভাপতি মঞ্জু রানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন, এসডিএফ‘র ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক পরিচালক মো: গোলাম ফারুখ, মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক এস আর কাদির, খুলনা জেলা ব্যবস্থাপক এবিএম রওনক ফেরদৌস। এসময় এসডিএফ‘র আঞ্চলিক, জেলা ও ক্লাষ্টারের কর্মকর্তা এবং সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এসডিএফ‘র কার্যক্রম পরিদর্শন শেষে ভূয়শি প্রসংশা করেন।