দাকোপে সচেতনতামূলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-০৪-১১ - ১৭:৫১

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী সংস্থা সুশীলনের নবযাত্রা প্রকল্পের উদ্যোগে বাল্য বিয়ে নির্মুলে শিক্ষার্থীদের অংশ গ্রহনে গনসচেতনতা মূলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার বটবুনিয়া বাজার এলাকায় র‌্যালীটি প্রদক্ষিন করে। “১৮ এর আগে বিয়ে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএস আইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় নবযাত্রা সুশলীলনের জেন্ডার কম্পনেন্ট এর উদ্যোগে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে বাজার প্রদক্ষিন শেষে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। তিলডাঙ্গা ইউপির প্যানেল চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন ইউপি সদস্য কনিকা গোলদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মহলদার, রাশখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি দিলীপ কুমার মন্ডল, প্রভাবশালী দলের সদস্য কুসুম বৈরাগী, এস এমসি সদস্য দেবাশীষ চক্রবর্তী, প্রকল্পের জেন্ডার অর্গানাইজার শ্রীপর্না বাইন, ইয়াসমীন জাহানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।