দাকোপ প্রতিনিধি : খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ননী গোপাল মন্ডল খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচীত হওয়ায় তার অনুসারীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বিকালে ননী গোপাল মন্ডল মোটর শোভাযাত্রার বহর নিয়ে দাকোপে প্রবেশ করে। এ সময় চালনা ডাকবাংলার মোড়ে ননী গোপাল মন্ডলের অনুসারী দলীয় নেতাকর্মিরা ফুলের মালা দিয়ে তাঁকে বরন করে নেয়। দীর্ঘদিন পর দলের জেলা কমিটির সদস্য নির্বাচীত হওয়ায় উৎফুল্ল্য সমর্থকদের দেওয়া সংবর্ধনা সভায় বক্তৃতা কালে তিনি বলেন আওয়ামীলীগের দূর্গখ্যাত দাকোপে নেতৃত্বের দূর্বলতার কারনে আজ আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে। যে কারনে নৌকা পাগল ভোটাররা নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন এ অবস্থার পরিবর্তন ঘটাতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আবার আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলী খান, অসীত বরন সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান শেখ যুবরাজ, সমারেশ রায়, গাজী আঃ রহিম, উমাশংকর রায়, শেখ সাব্বির আহম্মেদ, দেবপ্রসাদ গাইন, যুবনেতা আফজাল হোসেন খান, অমিত সাহা, ওমর ফারুক হাওলাদার, সরোয়ার গাজী, শচীন্দ্রনাথ মন্ডল, শাহাবুদ্দিন মোল্যা, শাহাবুদ্দিন ভূইয়া, কমলেশ বাছাড়, তন্ময় সরকার, খানজাহান মোল্যা, ভবেন মন্ডল, সুবোল ঘোষ, শেখ মাসুম, পুলক মন্ডল, সাইফুল ইসলাম, সুকৃতি রায়, বিধান ঘোষ, অনুপ বাগচী, দেবানন্দ মন্ডল প্রমুখ।