দাকোপ প্রতিনিধিঃ দাকোপে রূপান্তরের স্ক্রিম প্রকল্পের উদ্যোগে করোনা পরবর্তী বিভিন্ন পেশার মানুষের সামাজিক ও আর্থিক সুরক্ষা কর্মসূচীর আওতায় জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে লিয়াজো সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসিম কুমার থান্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর আলম, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়া, গোবিন্দ বিশ^াস, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য মোঃ শেখ ইদ্রিস আলী, মোঃ মামুনুর রশিদ, প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ, কর্মসুচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস, তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান, নমিতা মল্লিক, ফিল্ড অফিসার রাজীব হাসান প্রমুখ।