দাকোপ প্রতিনিধি : দাকোপের নলিয়ানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সুতারখালী ইউনিয়নের নব-নির্বাচীত চেয়ারম্যান মেম্বরদের গনসংবর্ধনা সভা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় সামাজিক সংগঠন পরিবর্তন যুব সংঘের আয়োজনে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। পরিবর্তন যুব সংঘের সভাপতি গাজী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। আরজে রঞ্জন, রাকিব হাসান ও বেলাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আ’লীগের সমাজ কল্যান সম্পাদক শ্রীমান্ত অধিকারী রাহুল, দাকোপ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, সংবর্ধিত অতিথি সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, খুলনা জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, উপজেলা আ’লীগনেতা সুভাষ চন্দ্র বিশ্বাস, আজগর হোসেন ছাব্বির, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জি এম জুলফিকার আলী জুলু, শিক্ষক আলহাজ্ব মোতাহার হোসেন, এস এম মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগনেতা জাহিদুর রহমান মিল্টন, সঞ্জিব রায়, সংবর্ধিত ইউপি সদস্য জাহিদ হাসান ফকির, আইয়ুব আলী ঢালী, বেবী নাজনীন, জাহিদা বেগম, মুরারী মোহন হালদার, মিহির রায়, রফিকুল ইসলাম খোকন, মহাসিন শেখ, নিমাই রায়। বক্তৃতা করেন সুতারখালী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক অসিত কুমার মন্ডল, আ’লীগনেতা দেবব্রত মন্ডল, ডাঃ বঙ্কিম চন্দ্র মিস্ত্রী, আলহাজ্ব সহিদ সরদার, নজরুল ইসলাম ফকির, হাবিবুর রহমান, আনিসুর রহমান ফকির, ইয়াসীন আরাফাত গাজী, শহিদুল ইসলাম, শামিনুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দেশের আলোচীত পদ্মাসেতু নিয়ে গাওয়া গানের শিল্পী আকাশসহ অতিথি ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোঙ্গ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।