দাকোপে স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০১-৩০ - ১৭:০৯

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় হাসপাতাল সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক আজগর হোসেন ছাব্বির। সভায় আলোচনা করেন সংগঠনের সহসভাপতি ইউপি সদস্য কোহিনুর বেগম বিউটি, বিপুল কুমার মন্ডল, সাধারন সম্পাদক শান্ত মিস্ত্রি পাবক, নির্বাহী সদস্য চালনা পৌর কাউন্সিলর রবীন্দ্রনাথ মন্ডল, শচীন্দ্রনাথ মন্ডল, এস এম মামুনুর রশীদ, সুফলা মন্ডল, নিরুপম মন্ডল, এম ফজলুর রহমান, লিপিকা বৈরাগী, রতন কুমার মন্ডল, হাসান আল জাবেদ শিমুল. সংস্থাটির এম এন সি এইচ প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া, সহকারী প্রোগ্রাম অফিসার শরিফুল আলম লিটন প্রমুখ। এরপর নেতৃবৃন্দ দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা প্রদানকারী কর্মকর্তাদের সাথে সমন্বয় সভায় মিলিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক নিজামী, সিনিয়র ষ্টার্ফ নার্স পার্বতী গাইন, সহকারী স্বাস্থ্য পদির্শক রবিউল ইসলাম, পরিসংখ্যানবিদ এনায়েত আলী প্রমুখ। সভায় সেবা গ্রহীতা ফোরামের পক্ষ থেকে রক্ষিত মতামত বক্সে ফেলা মতামত নিয়ে বিশ্লেষন, হাসপাতালের সেবার মান উন্নয়নে নানা সুপারিশমালা উপস্থাপন ও হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাটি নিয়মিত করার উপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে নেতৃবৃন্দ হাসপাতালের সেবা কার্যক্রম পরিদর্শন করেন।