দাকোপে ৪০৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশঃ ২০২০-০৮-১০ - ১৭:১৫

আজগর হোসেন ছাব্বির, দাকোপ : দাকোপে পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ৪০৩ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  থানা পুলিশ সুত্রে জানা যায়, চালনা পৌরসভাধীন আছাভূয়া এলাকা দিয়ে মাদকের একটি চালনা যেতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে পুলিশ সেখানে অভিযানে যায়। রাত সাড়ে ১২ টার দিকে আছাভূয়া বাজার সংলগ্ন দূর্গা মন্দির এলাকা থেকে সন্দেহভাজন মেরিন হাসান (৩১) নামে এক যুবককে আটক করে তল্লাশীকালে তার নিকট থেকে ৪০৩ পিচ ইয়াবা উদ্ধার হয়। সে পাইকগাছা থানাধীন গড়ইখালী গ্রামের মৃঃ মিজানুর রহমানের পুত্র বলে পুলিশের কাছে জানায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরসহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। দাকোপ থানার এস আই শেখ রাকিবুল হাসান, এ এস আই আবু জাফর, এ এস আই মনির অভিযানে নেতৃত্ব দেন। উল্লেখ্য দাকোপ থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে চলমান মাদক বিরোধী অভিযানকে আরো জোরদার করা হয়েছে।