দাকোপ থানা সদরে গভীর রাতে বাড়ীতে ঢুকে ভ্যানে অগ্নি সংযোগ

প্রকাশঃ ২০১৭-১১-২১ - ১৯:২২

দাকোপ প্রতিনিধি : দাকোপ উপজেলা সদরে দূর্বৃত্তচক্র কর্তৃক গভীর রাতে বাড়ীতে ঢুকে ইঞ্জিন ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে দাকোপ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দাকোপ থানা সংলগ্ন সবুজপল্লী এলাকায় জনৈক আব্বাস খানের বাড়ীতে সোমবার দিবাগত গভীর রাতে দূর্বৃত্তচক্র ইজ্ঞিন ভ্যানে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ইউনিলিভর ও হ্যালো কোম্পানীর পল্লী ডিলার আব্বাস খান ও মাসুদ গাজী যৌথভাবে ইঞ্জিনভ্যান যোগে মালামাল সরবরাহ করতো। সর্ম্পকে তারা দু’জন আপন ভায়রা। তাদের অভিযোগ মতে একই এলাকার জনৈক আনোয়ার শেখের সাথে পারিবারিক বিষয় নিয়ে তাদের সাথে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলে আসছে। এ ঘটনা নিয়ে থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে একাধীক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আনোয়ার শেখ’র হুমকির প্রেক্ষিতে মাসুদ গাজী বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর দাকোপ থানায় আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে সাধারন ডায়েরী করে। যার নং ১০৪২। এমতবস্থায় গত সোমবার আব্বাস খানের পরিবারকে ঘরের মধ্যে ছিটকানি আটকিয়ে দিয়ে কে বা কাহারা রাত আনুমানিক আড়াইটার দিকে ব্যবসায়ীক কাজে ব্যবহ্নত ইঞ্জিনভ্যানে আগুন ধরিয়ে দেয়। আগুনে ভ্যান পুড়ে বসবাসের ঘরে লাগার পূর্ব মূহুর্তে আব্বাস পরিবারের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের ছিটকানি খুলে তাদের উর্দ্ধার করে। এ ঘটনায় তাদের অর্ধলক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি পূর্ব শত্রুতারে জের হিসাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর সকালে স্থানীয় কাউন্সিলর আঃ গফুর সানাসহ এলাকাবাসী ও দাকোপ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আব্বাস খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে এজাহার দাখিলের প্রক্রিয়া চলছিল।