দাকোপ হাসপাতালে নার্সদের অসদাচরনে রোগিরা অতিষ্ঠ

প্রকাশঃ ২০২০-০৩-২৭ - ২০:১৭

দাকোপ, খুলনা : দীর্ঘকাল একই ষ্টেশন দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স এ চাকরি করা নার্স ও কিছু কর্মচারিদের অসদাচরনে রোগিরা অতিষ্ঠ। শুধু রোগিরা না দীর্ঘকাল চাকরি করা কিছু কিছু নার্স এমন বাড় বেড়েছে যে কখন কষনও এরা এদের অফিস প্রধানদেরও মানতে চাননা বলেও অভিযোগ আছে আর ভর্তি রোগিদেরতো অভিযোগের কোন শেষ নেই।গতপরশু স্বাধীনতা দিবসের দিনে রাত প্রায় ৮টার সময় চালনাবাজারের একজন রোগি তার বাবাকে সাথে নিয়ে ডাঃ মোজাম্মেল হক কে দেখানোর জন্য ১ম উনার নিজ চেম্বারে যান, সেখানে উনাকে না পেয়ে ইমারজেন্সীতে যান,ইমারসেন্সীতেও কাউকে না পেয়ে ইনডোরে যান। ইনডোরে বসে থাকা ৩জন নার্সদের কাছে রোগির বাবা জানতে চান টিএইসএ মোজাম্মেল সাহেব কোথায় আপনারা বলতে পারবেন তখন দায়িত্বরত ৩জন নার্স রনজিতা, হালিমা, টুম্পা একযোগে বলে ওঠেন মোজাম্মেল হক কোথায় থাকবে সেটা কি আমরা বলে দেবো আরো বলে উনার মোবাইল নম্বর কি আমাদের কাছে দিয়েছেন যে ওনার খবর নিয়ে দেবো ।মুখে মাস্ক পরা একজন বিশেষ ব্যাক্তি তার ছেলেকে সাথে নিয়ে চালনার হাসপাতালের অভ্যন্তরে গেলে উনাকে এবং নার্সদের বস সম্পর্কে এমন আচরন করেন যা ওখানে থাকা রোগিরা দেখে শুনে হতবাক হন। বিষয়টি দাকোপ স্বাস্থ্য কেন্দ্রের প্রদান ওই রাতেই জানান হাসপাতালে যাওয়া রোগির বাবা,পরে টেরিফোনে এ প্রতিনিধিকে ডাঃ মোজাম্মেল হক জানান অভিযোগ পেয়ে নার্সদের ডেকে বসেছি, এ বিষয় ব্যবস্থা নেওয়া হবে। বছরের পর বছর কেউ কেউ এক যুগেরও বেশি সময় দাকোপ হাসপাতালে চাকরি করার এরা কাউকে মানুষ বলে গন্য করতে চায় না,রাজনৈতিক ও নিজের এলাকার প্রভাব খাটিয়ে তাদের ইচ্ছামত চাকরি করে চলেছে বলে এলাকার অধিকাংশ মানুষের অভিযোগ। খুলনা সিভিলসার্জনের দৃষ্টি আকর্ষন করেছে এলাকার মানুষ।