ওয়াসিক রাজিব, দিঘলিয়া : ঘূর্ণিঝড় ইয়াস এর তান্ডবে খুলনার দক্ষিনান্চলের কিছু এলাকায় ব্যাপক ক্ষতি হলেও এর থেকে রক্ষা পেয়েছে দিঘলিয়া উপজেলা।কিন্তু জোয়ারে নদীর পানি স্বাভাবিকে চেয়ে ৪-৫ফুট উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে পনির চাপে সেনহাটী ও বারাকপুর ইউনিয়নের মোমিনপুর ও পুর্ব আমবাড়ীয়া ভেড়িবাধের পূর্বে ভাঙ্গন কবলিত এলাকা(ইতিমধ্যে প্রাথমিক ভাবে বাধ দেওয়া হয়েছ) আবারও ভাঙ্গনে আশংকায়য় আতংকিত অবস্থায় বসবাস করছেন কয়েক হাজার মানুষ।এই ভাঙ্গন সৃষ্টি হলে দুই ইউনিয়নের কয়েক শত একর কৃষি জমি, মৎস ঘের প্লাবিত হবে।এর ক্ষতি থেকে বাদ যাবেনা কাচা, আধাকাচা ঘর বাড়ী।আর্থিক হিসাবে এই ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা।অসহায় সম্বলহীন হয়ে পরবে শত শত পরিবার।উল্লেখ্য এর আগেও এখানে ভাঙ্গনের ফলে অনেক ক্ষতি সাধিত হয়েছে।ভাঙ্গনের আশংখা দেখা দেওয়ায় ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম,সহকারী কমিশনার( ভূমী) মোঃ আলিমুজ্জামান মিলন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী ভাঙ্গন কবলীত এলাকা পরিদর্শন করেন। খূলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নির্দেশনায় খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মোঃআশরাফুল আলম এর আলোচনা করে বোর্ডের জরুরী কর্যক্রমের অংশ হিসাবে তাৎক্ষনিক জিও ব্যাগে বালু ভরে ভাঙ্গন এলাকায় ফেলার কাজ শুরু করেন, যা এখনো চলমান এখানে চার (৪০০) শতাধিক ব্যাগ ফেলানো হবে বলে প্রাথমিক ভাবে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম জানান আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। এমপি মহোদয়,পানি উন্নয়ন বোর্ডকে লিখিত ভাবে জানিয়েছি।স্থায়ী বাধ না হলে প্রতিবছর এই ভাঙ্গন রোধকরা সম্ভব নয়।
পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃআশরাফুল আলম এই প্রতিবেদককে জানান প্রাথমিক ভাবে আমরা ভাঙ্গন রোধের চেষ্টা করছি। আর উপজেলার কাটাবন,মোমিনপুর,পূর্ব আমবাড়ীয়া,দিঘলিয়া আশ্রায়ন প্রকল্প এলাকায় স্থায়ী বাধ নির্মানের জন্য আঠারো শত(১৮০০) কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রনায়ে পাঠানো হয়েছে করোনা মহামারীর জন্য একটু দেরি হচ্ছে।এর একটি কপি স্থানীয় সংসদ সদস্যের দপ্তরে প্রেরন করে কথা বলা হয়েছে।দ্রুত কাজ হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
স্থায়ী বাধ নির্মান প্রকল্পের সার্বিক অবস্থা নিয়ে জানতে চাইলে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন আমি ভাঙ্গনের কথা জানতে পেরে তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি কাজ চলমান আছে।আর স্থায়ী বাধের জন্য পানি উন্নয়ন বোর্ডের করা একটি প্রকল্পের কপি আমি পেয়েছি, নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে।আমি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে কথা বলে যত দুরুত সম্ভব নির্বাচনী এলাকার জনগনের দুঃক্ষ লাঘবের জন্য স্থায়ী বাধ নির্মানের কাজ করার আশ্বাস প্রদান করেন।