ওয়াসিক রাজিব, দিঘলিয়া : দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতিক) শেখ আনছার আলীকে গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার সময় দিঘলিয়া থানা পুলিশ গ্রেফতার করে। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন, আনছারের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে যার মামলা নং-৪ তারিখ ২২/৪/২০ থাকায় গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত, আনছার আলীকে থানা হেফাজতে রাখা হয়েছে।