ওয়াসিক রাজিব, দিঘলিয়া : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর পরিচালনা পর্ষদের নির্বাচন গত রোববার (৪ এপ্রিল ২০২১) ঢাকার রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে “সম্মিলিত পরিষদ” প্যানেল থেকে পরিচালক পদে বিজয়ী হন খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও দিঘলিয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্ঠা জনাব আব্দুস সালাম মূর্শেদীর একমাত্র কন্যা এনভয় গ্রুপের পরিচালক-ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী। তার এ বিজয়ে আমরা উদ্বেলীত। ব্যারিস্টার শেহরীণ সালাম ঐশীর বিজিএমইএ এর পরিচালক পদে নির্বাচিত হওয়ায় দিঘলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিঘলিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন দিঘলিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যালেন ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি এম ফরহাদ কাদির, সাধারণ সম্পাদক আলহাজ্ব মল্লিক মোকসুদুল রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ওয়াসিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক কে এম আসাদুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মোড়ল, প্রচার সম্পাদক কিশোর কুমার দে, ক্রীড়া সম্পাদক সালাউদ্দীন মোল্যা, কার্য নির্বাহী সদস্য এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ জামাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম সহ প্রমূখ।