দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়লে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর স্বার্থকতা আসবে -নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০২০-০৩-১৭ - ২১:৪২

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ সাবেক মন্ত্রী নারায় চন্দ্র চন্দ এমপি বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। তিনি দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে পারলেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর স্বার্থকতা আসবে।

মঙ্গলবার সন্ধ্যায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্থানীয় স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম, মোঃ আসলাম খান, এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, কামরুজ্জামান নান্নু, রবিউল ইসলাম মন্টু, আলহাজ্ব শেখ আশরাফ হোসেন, শেখ আফছার আলী, মোশারফ হোসেন মোড়ল, সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন, বিএম শাহাদাৎ হোসেন, শাহাবাজ মোল্যা, এস কে আলী ইয়াছিন, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, এস কে মিজানুর রহমান, রবিন বসু, আশরাফুল আলম কচি, রবিউল ইসলাম, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ। এর পরে প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি সাবেক ছাত্রলীগ বন্ধু ফোরাম আয়োজিত স্থানীয় আসাদ রফি গ্রন্থাগার চত্বরে অনুরুপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা ও কেক কেট কাটেন। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু ফোরাম নেতা মাকিত সরদার, কাজী রিফাত হোসেন, ইমরান হোসেন রাজীব, মোস্তফা কামাল চৌধুরী, হিমন শেখ, তাপস সরকার, মশিউর রহমান মোল্যা, আনোয়ার সরদার, অনুপ বিশ্বাস, ইকবাল গাজী, শামীম হোসেন, মিঠু আহমেদ প্রমুখ।