অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলার ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে ৬৮টি অত্যাধুনিক ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিত কুমার রায় বলেছেন, বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে দ্রুত গতীতে এগিয়ে চলছে। অতএব দেশের স্বার্থে ও উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প অন্য কিছুই হতে পারেনা। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটালাইজেশনের আওতায় আনতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে অত্যাধুনিক ল্যাপটপ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। অভয়নগর উপজেলার ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে ৬৮টি ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। বাদপড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সময়ের মধ্যে একই জাতীয় ল্যাপটপ বিতরণ করা হবে বলে প্রধান অতিথি আশ্বাস প্রদান করেন। এছাড়া বাদপড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচিরেই বিদ্যুতের ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন তিনি। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবন উন্নয়নে নিজ তহবিল হতে ৩ লাখ টাকা প্রদানের ঘোষণা করেন। গতকাল রোববার বিকালে অভয়নগর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরল হক মোল্যা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার।