সোমবার (১লা জুন) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৩,১০৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর, এ সময়ে পরীক্ষা করা হয় ১১,৪৩৯টি নমুনা। এ নিয়ে মোট ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হলো। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত ২,৩৮১ জনকে নিয়ে এ পর্যন্ত এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত মোট ৪৯ হাজার ৫৩৪ জন শনাক্ত হলেন। নতুন করে পরীক্ষায় করোনা আক্রান্তের হার ২০.৮১ শতাংশ।
নাসিমা সুলতানা আরও জানান, মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। গত ২৪ ঘন্টায় আরও ৮১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হলেন ১০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে আছেন ৬,০২১ জন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু এরপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। ইতিমধ্যেই সাধারণ ছুটি তুলে নিয়েছে সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহন চলাচল।