দৌলতপুরে অঙ্কিতা দে’র পরিবারের পাশে শ্রম প্রতিমমন্ত্রী

প্রকাশঃ ২০২১-০২-২৫ - ১৮:১৬

ইউনিক প্রতিনিধি : গতকাল সন্ধ্যায় দৌলতপুর থানাধীন পাবলা বনিকপাড়া তৃতীয় শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দে ছোঁয়ার হত্যাকারী প্রীতম রুদ্র ফাঁসির দাবিতে এলাকার মানুষের সাথে একত্বতা পোষণ করেন ও অঙ্কিতা দে ছোঁয়ার বাড়ি এসে পরিবারকে আশস্ত করে ও সমবেদনা জানান শ্রম প্রতিমমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বি জে এর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, নাজমুল হাসান পুলু, মোঃ হেলাল মুন্সি, আশুতোষ সাধু, বলরাম দত্ত এস এম হুমায়ুন কবির, ইমাম হোসেন রুবেল, তিলক গোস্বামী, মোহাম্মদ হেলাল মুন্সি, প্রসাদ সাহা কালু, সুশান্ত দে, জেমস টমাস বিশ্বাস, স্বাধীন মোড়ল, মনি মোড়ল, শেখ উজ্জ্বল প্রমুখ।