নওয়াপাড়া প্রতিনিধি : নওয়াপাড়ায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশটি পৌরসভার ২নং ওয়ার্ডের ভাঙ্গাগেট এলাকা থেকে ভাসতে ভাসতে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন ফেরিঘাট এলাকায় এসে একটি জাহাজে গিয়ে আটকে পড়ে। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশটি অজ্ঞাতনামা এক মহিলার লাশ। তার গলায় ফাঁস লাগানো রশি ছিল। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) আবদুর রহিম মোল্যা লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন। তবে লাশের পরিচয় অনুসন্ধানে তদন্ত চলছে।