মাসুদ তাজ, অভয়নগর (যশোর) : নওয়াপাড়ায় এক নৈশ প্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে নওয়াপাড়া পৌরসভার তালতলা বাজারে ভৈরব নদ তীরবর্তী পাথর ও বালু ব্যবসায়ী আব্দুর রহিমের ঘাট থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুর রহিমের ঘাটে কর্মরত নৈশ প্রহরী হাবিবুর রহমান হবি (৫৫) পৌরসভার ৬নং ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের মধ্যপাড়ার মৃত মজিবুর রহমানের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা সোমবার ভোরে ঘাটে কাজ করতে এসে বালুর মধ্যে নৈশ প্রহরীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে মালিককে অবগত করে। ঘাট মালিকের দেওয়া সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথায় আঘাতপ্রাপ্ত নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। অভয়নগর থানা ওসি শেখ গণি মিয়া নৈশ প্রহরী খুনের বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলের সামনের মুদি দোকান জয়নাল স্টোরের তালা ভাঙ্গা দেখা যায়। মনে হয় নৈশ প্রহরী চোর চক্রকে তালা ভাঙ্গতে দেখে ফেলে এবং তাদের কাওকে চিনে ফেলেছিল। যে কারণে এ হত্যাকান্ড হতে পারে। তদন্ত চলছে, হত্যাকারী গ্রেফতারে অভিযান অব্যহত আছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।