নওয়াপাড়া প্রতিনিধিঃ নওয়াপাড়ায় শাহীন স্মৃতি সংসদের উদ্যেগে শাহীন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহন করে শক্তিশালি নওয়াপাড়া ভ্যারাইটিজ স্পোর্টিং ক্লাব ও দুধর্ষ হলুদ পাখি ফুটবল একাদশ রাজঘাট। খেলার শুরুতেই উভয় দলই ফুটবল শৈল্পিক প্রদর্শন করে। খেলার প্রথমার্ধের ২০ মিনিটে ভ্যারাইটিজ স্পোর্টিং ক্লাব ১টি গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার ২৩ মিনিটের মথায় হলুদ পাখি ফুটবল একাদশ ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। দ্বীতিয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে উভয়দল তবে নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দল কোন গোলের দেখা না পাওয়ার ফলে খেলাটি ১-১ গোলে ড্র হয়। রেফারীর সিদ্ধান্তে শেষ পর্যন্ত খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শক্তিশালী নওয়াপাড়া ভ্যারাইটিজ স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে হলুদ পাখি ফুটবল একাদশ রাজঘাট কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌর অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল গণি, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন যশোর জেলা রেফারী কমিটির সদস্য ইব্রাহিম হোসেন মোল্যা। আলোচনা শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ নওয়াপাড়া ভ্যারাইটিজ স্পোর্টিং ক্লাব’র খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
 
					 
                             
                             
                             
                             
                            