অভয়নগর (যশোর) প্রতিনিধি : সরকারি কোষাগার থেকে বেতন, ভাতা, পেনশন সহ সকল সুবিধাদী পাওয়ার দাবীতে নওয়াপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মবিরতী পালন করেছে। দুই দিনের একটানা কর্মবিরতীর প্রথম দিন সোমবার সকালে পৌরসভা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ শাহ জামাল। সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরসভার সচিব এস কে মোশারফ হোসেন, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, সহকারি প্রকৌশলী কবীর হোসেন, ইউনিয়নের সহ-সম্পাদক আবু তাহের, সাবেক সভাপতি নজরুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌর কর্মচারী তাইফুন নাহার, গোপাল প্রামানিক প্রমুখ। কর্মবিরতী চলাকালে পৌরসভার পানি সরবরাহ ছাড়া সকল সুবীধা থেকে বঞ্চিত হয় পৌরবাসী। আজ মঙ্গলবার ২ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা কর্মবিরতী পালন করবে বলে নেতৃবৃন্দ জানান।