নওয়াপাড়া পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতী পালন

প্রকাশঃ ২০১৭-১১-১৩ - ১৪:৩৫

মাসুদ তাজ, অভয়নগর (যশোর) : বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) এর ঘোষণা মোতাবেক নওয়াপাড়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহণে পূর্ণদিবস কর্মবিরতী পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মবিরতী চলে। এ সময় পৌরসভায় সেবা নিতে আসা শত শত পৌরবাসী চরম ভোগান্তির মধ্যে পড়ে হতাশ হয়ে ফিরে যান। সকালে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী পৌর ভবণের অভন্তরে এক দফা ‘রাষ্ট্রিয় কোষাগার হতে পেনশন সহ বেতন-ভাতা চালু’ এর দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক নিজ নিজ চেয়ার-টেবিল ত্যাগ করে পূর্ণদিবস কর্মবিরতী পালন শুরু করেন।
কর্মবিরতী চলাকালে পৌরসভা নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম এর সভাপতিত্বে দাবী আদায়ের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার সচিব এস কে মোশারফ হোসেন, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ শাহ জামাল, সহকারী প্রকৌশলী কবীর হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, প্রতিষ্ঠাকালিন সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি রীনা পারভিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, বর্তমান সহ-সভাপতি আলী আকরাম হাওলাদার, যুগ্ম সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, নিরাপত্তা প্রহরী গোপাল প্রামানিক প্রমুখ। সভা চলাকালে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, পৌর কাউন্সিলর বকশিয়ার রহমান কালু, মিজানুর রহমান মোল্যা ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সিরিনা বেগম ও আসমা বেগম।