নওয়াপাড়া, প্রতিনিধি : “যা দেবী সর্বভুতেষু বিদ্যারূপেন সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নম:” ধ্বনিতে ঐতিহ্যবাহী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা ১৪২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সরস্বতী পূজার সার্বিক আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন। পূজা উপলক্ষ্যে সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত হতে শুরু করেন এবং পূজা মন্ডপে পূজা করেন। দুপুরে উপস্থিত হন পরিচালনা পর্ষদের সভাপতি আসলাম হোসেন, সদস্য আব্দুল্লাহ হেল বাকী, কামরুজ্জামান, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক অসীম কুমার বিশ্বাস, বিপ্লব পালিত, মহেশ্মর মল্লিক, ঝুমুর রায়, পূষ্প চক্রবর্তী প্রমুখ।