বিজ্ঞপ্তি : নুতন করে যেনো তরুণ সমাজ বা কোন ব্যক্তি বা যে কোন শ্রেনীর পেশার লোক মাদকাসক্ত না হয় তার জন্য সরকার গণসচেতনতামুলক ওপর গুরুত্বরোপ করেছেন। এ জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণসচেতনতামুলক করার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে মাদকের ভয়াবহ দিকগুলো তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। আজ বুধবার (৬ নভেম্বর) নগরীর সরকারি ব্রজলাল কলেজে একাডেমিক ভবন-২ এর হল রুমে মাদকবিরোধী গণসচেতনতামুলক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খুলনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুব সমাজকেই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ছেলে-মেয়েদের ওপর পিতা-মাতাদের বিশেষ নজর রাখারও পরামর্শ দেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোল্ল্যা জাহাঙ্গীর হোসেন, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী। স্বাগত বক্তব্য দেন সরকারি ব্রজলাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান। এছাড়া খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রল অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দনসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী গণসচেতনতামুলক ডিজিটাল স্কেল, লিপলেট, ফেস্টুন বিতরণ করেন।