নতুন প্রজন্মকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে হবে -প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৭-০৮-১৮ - ২১:০৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, নতুন প্রজন্মকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে চলার মতো যোগ্য করে গড়ে তুলতে হবে। তারই ধারাবাহিকতায় সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
শুক্রবার সকালে ফুলতলা ইউএনও কার্যালয়ে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাবটপ প্রদান কালে তিনি এ কথা বলেন। এ সময় ইউএনও মাশরুবা ফেরদৌস, এসিল্যান্ড নাসরিন আক্তার, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, আব্দুল লতিফ মেমোরিয়াল হাই স্কুলের সভাপতি জাকির হোসেন ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বিশ^াস, শুক্লা স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মৃনাল হাজরা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপক কুমার মন্ডল, গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ^াস এবং রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার শাহাবুদ্দিন জিপ্পী ও প্রধান শিক্ষক গাজী আঃ হাই প্রমুখ উপস্থিত ছিলেন । এদিকে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ফুলতলা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোবাইল মার্কেট পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ দোকান মালিক মাসুদ আকুঞ্জী, সরদার তাহেরুল ইসলাম, বাবু, রিটু ও দেবাশিষ বিশ^াসের সাথে কথা বলেন ও সমবেদনা জ্ঞাপন করেন।