নদ-নদীর পানি বেড়ে কয়েক জেলায় বন্যা

প্রকাশঃ ২০১৯-০৭-১১ - ১৪:৩৫

ঢাকা অফিস : ভারি বর্ষণে সড়ক ডুবে যাওয়ায় তিন দিন ধরে সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটি, শেরপুর ও লালমনিরহাট, কুড়িগ্রামসহ কয়েকটি জেলায় দেখা দিয়েছে বন্যা। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।

ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় ডুবে গেছে সড়ক। ৩ দিন ধরে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বান্দরবানের। চরম দুর্ভোগে পড়েছে মানুষ। তবে, কিছুটা উন্নতি হয়েছে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির। বুধবার রাত থেকে বৃষ্টি কম হওয়ায় চেঙ্গী নদীর পানি কমেছে। তবে, পাহাড় ধসের শঙ্কায় বাড়ি ফিরতে পারেনি আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষ।

এদিকে, টানা বর্ষণে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনাসহ বিভিন্ন নদ-নদীতে বাড়ছে পানি। ভাঙন আতংকে রয়েছে নদীপাড়ের মানুষ। তবে, ভাঙন রোধে বাঁধ সংস্কার চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা ও ধরলার পানি বেড়ে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে, পানিবন্দি হয়ে পড়েছে ৩০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।