আজগর হোসেন ছাব্বির : দাকোপের পানখালীতে নিজ অর্থে জনগুরুত্ব রাস্তা নির্মান করে দৃষ্টান্ত স্থাপন করলেন তরুন সমাজসেবক ও যুবনেতা জাহিদুর রহমান মিল্টন।
পানখালী ইউনিয়নের ২,৩ ও ৪ নং ওয়ার্র্ডের জনসাধারনের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হত। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা বার বার কেবল প্রতিশ্রুতিই দিয়ে যায়, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় মানুুষের দূর্ভোগের যেন শেষ হয়না। শেষ মেষ এই দূূর্ভোগ লাঘবের দায়িত্ব নিজ থেকে কাধে নিলেন স্থানীয় তরুন সমাজসেবক ও যুবনেতা শেখ জাহিদুর রহমান মিল্টন। এর বিপরীতে নেই নির্র্বাচনী বা ভিন্ন কোন ক্ষমতা অর্জনের বিশেষ অভিলাষ। শ্রেফ মানবতার কল্যান ও সেবার মানসিকতা থেকেই পানখালী গুচ্ছ গ্রামের পাস দিয়ে হোগলাবুনিয়া প্রধান সড়কের সোহরাবের বাড়ী হতে হালিমের বাড়ী ভায়া হোগলা বুনিয়া গেট হয়ে মোস্তফার বাড়ী পর্যন্ত আনুমানিক ২ শ’ ফুট রাস্তা ইট সোলিং করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। একজন সফল ব্যবসায়ী ও ধর্র্মভীরু হিসাবে তরুন বয়স থেকে মিল্টন নিয়মিত ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সামাজিক কাজের মাধ্যমে বেশ আগে থেকেই সকলের নজর কেড়েছে। এবার রাস্তা নির্মান করে মহানুভবতার নজির গড়লেন। এ বিষয়ে অনুভূতি প্রকাশে মিল্টন বলেন, চোখের সামনে দেখছি মানুষের চলাচলে কি দূর্ভোগ, বিশেষ করে চলমান করোনা মহামারীতে ওই রাস্তায় গাড়ী চলবেনা যেটি বিশেষ মূহুর্তে হতে পারে জীবনের প্রশ্ন যে কারনে সরকারী বরাদ্দের অপেক্ষা না করে এমন উদ্যোগ নিয়ে কাজটি করেছি।