ঢাকা অফিস : নুসরাতের মৃত্যুতে শোক আর ক্ষোভের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবিসহ আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে হয়ে উঠেছেন সোচ্চার।
গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঁচ দিন ভর্তি ছিলেন নুসরাত। সবার সব শেষ চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেলো না নুসরাতকে।
মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ, হতাশা প্রকাশের পাশাপাশি হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হচ্ছে। অনেকের দাবি, বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক এ ধরণের ঘটনা ঘটছে বলে ক্ষোভও প্রকাশ করেন অনেকে।
কয়েকদিনের মধ্যে আলোচিত নতুন কোনো ঘটনা ঘটলে সবাই তনুর মত নুসরাতকেও ভুলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ।
হত্যা চেষ্টার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণ চেষ্টা এবং পুড়িয়ে হত্যার অভিযোগে অভিযুক্তের পক্ষে মিছিলের ভিডিও নিয়ে চলেছে আলোচনা সমালোচনা।
অনেকেই রাজপথে আন্দোলনের ডাক দিয়ে বেশ কিছু ইভেন্টও খুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।