নেতাকর্মীদের চরিত্রবান ও নৈতিকতা সম্পন্ন হতে হবে -শেখ হারুন অর রশিদ

প্রকাশঃ ২০২২-০৪-২৬ - ২০:৩৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ হারুনুর রশিদ বলেছেন, রমজান সংযমের মাস। এই মাসে সকলকে সহনশীল হতে হবে। বঙ্গবন্ধু ইসলামের জন্য ছিলেন নিবেদিত। পিতার আদর্শ অনুসরণ করে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান ও সারাদেশে মডেল মসজিদ নির্মানসহ ইসলামের জন্য অনেক অবদান রেখে চলেছেন। চরিত্রবান ও নৈতিকতা সম্পন্ন মানুষকে সবাই ভালোবাসে। তাই আমাদের নেতাকর্মীদের ভালো কাজের মাধ্যমে সমাজে গ্রহনযোগ্য হয়ে উঠতে হবে।
সোমবার বিকালে দলীয় কার্যালয়ে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফর হোসেন, উপ-প্রচার সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, জেলা সদস্য জামিল খাঁন ও আজগর মাহমুদ তারা, উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, জেলা আওয়ামীলীগের সাবেক নেতা মোঃ আসলাম খান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রিপন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, খুলনা মেডিকেল কলেজের সাবেক পরিচালক এটিএম মঞ্জুর মোর্শেদ, শেখ রওশন আলী, মোর্শারফ হোসেন মোড়ল, কামরুজ্জামান নান্নু, আলী আযম মোহন, ইসমাইল হোসেন বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন, আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন রাজীব ভ‚ঁইয়া, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, রবীন বসু, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতি নাজমুল বাশার, আশরাফুল আলম মোড়ল, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন, এনামুল কবীর, মিরাজুল ইসলাম বাধন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম।