ঢাকা অফিস : এরশাদের শেষ ইচ্ছা অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দলীয় নেতাকর্মীরা চাইলে দাফনের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে, আশ্বস্ত করেছেন জাতীয় পার্টি মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। বিকেলে দলের বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
মশিউর রহমান রাঙ্গা আরও বলেন, ‘তার ইচ্ছানুযায়ী দাফন হবে। তিনি চেয়েছিলেন সেনাবাহিনীর কবরস্থানে তার দাফস হবে। যদি কোন করাণে সেটা না হয়, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে তাকে যেখনেই সমাহিত করা হোক উন্মুক্ত স্থানে করা হবে।’