চট্টগ্রাম ব্যুরো:নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর কাছ থেকে চসিকের ৮০০ কোটি টাকার বেশি দেনাশোধ, নগরের ভাঙা সড়কগুলো মেরামত এবং মশার ওষুধ কেনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদুল আলম সুজন।
মঙ্গলবার (২৬ আগস্ট) প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে এ তিনটি বিষয়ে সহায়তা চান তিনি।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমে সুজন বলেন, আমি মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মহোদয়কে বলেছি চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের বেনিফিশিয়ারি হচ্ছে চট্টগ্রাম বন্দর। জাতীয় অর্থনীতি সচল রাখছে এ বন্দর। বন্দরের সক্ষমতা, প্রবৃদ্ধি, উন্নয়ন ধরে রাখার জন্য দরকার বন্দরনগরীর সার্বিক উন্নয়ন। এখন বন্দরনগরীর প্রধান সড়কগুলোতে যদি খানাখন্দে পড়ে প্রতিনিয়ত গাড়ি উল্টে যায় তাহলে বন্দর এগোতে পারবে না।
নৌ প্রতিমন্ত্রী আইন, কানুন, বিধি এবং অর্থমন্ত্রণালয়ের অনাপত্তি সত্ত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন চসিক প্রশাসক খোরশেদুল আলম সুজন।