যশোর প্রতিনিধিঃ যশোরের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে অস্ত্র, গুলিসহ শেখ মোহাম্মদ নাইম নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক নাঈম লোহাগড়া উপজেলার চরসোসাইল মধ্যপাড়ার তৈয়বুর রহমানের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ক্যাম্পের মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল জানতে পারে যে চরসোসাইল মধ্যপাড়া গ্রামের নাইমের বাড়িতে বসে কতিপয় দুষ্কৃতিকারী বড় ধরণের নাশকতামূলক কর্মকান্ড ঘটনার জন্য অবস্থান করছে। এসময় সোমবার গভীর রাতে নাইমের বাড়িতে হানা দিলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দৌড়ে নাইমকে আটক করে। পরে তার ঘরে তল্লাসী করে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
					 
                             
                             
                             
                             
                            