পঞ্চগড়ের আটোয়ারীতে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-০৭-১৮ - ০০:০৬

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিজিবি-বিএসএফ এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বালিয়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তের ৩৯৬/১আর পিলার বরাবর বাংলাদেশের পক্ষে ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাঃ খাদেমুল বাশার এবং ভারতের পক্ষে ১৩৯ মরাগতি বিএসএফের ভারপ্রাপ্ত অধিনায়ক অশোক দেব বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠকে দু’দেশের মধ্যে ভাতৃত্ববোধ রক্ষা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনা, চোরাচালান রোধ, মাদক, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে যৌথ টহল বিষয়ে আলোচনা হয়। পতাকা বৈঠকে ৩০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম, কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ ফারুক, কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ জাকির হোসেন, ভারতের ১৩৯ মরাগতি বিএসএফের ডিসি জেএস চুহান, এসি ওম প্রকাশ, এসি প্রমত কুমার সহ আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর হোসেন সরকার, সাংবাদিক এ রায়হান চৌধুরী রকি এবং ভারত ও বাংলাদেশের বিজিবি ও বিএসএফের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।