পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৬-০৮ - ১৯:৩২

পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ৪৭ বছর বয়সী ওই নারীর বাড়ি তেঁতুলিয়া ইউনিয়নের দর্জিপাড়া এলাকায়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ওই নারী বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত রবিবার তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক চিকিৎসককে তার সমস্যার কথা বলেন। ওই চিকিৎসক তাকে চিকিৎসাপত্র দেন এবং বাড়িতে সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেন।

সোমবার দুপুরে ওই নারীর শ্বাসকষ্ট আরও বেড়ে গেলে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম বলেন, ওই নারীর শ্বাসকষ্ট, সর্দি, জ্বর ও কাশি ছিলো। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে সে করোনায় মারা গেছে কি না তা পরীক্ষার আগে নিশ্চিত করে বলা যাবে না। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া করোনা রোগীদের মতই সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে।