চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূষি পশ্চিম পাড়া এলাকায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। জায়গা দখলের ঘটনায় যুবলীগ নেতা রনধিন দেসহ কয়েক জনের বিরুদ্ধে পল্টু দে নামের এক ব্যক্তি থানায় রবিবার অভিযোগ করেন। থানায় বিষয়টি জানানোর কারণে বুধবার সকালে হুমকি দেন যুবলীগ নেতা।
অভিযোগ সূত্রে জানায়, স্থানীয় যুবলীগ নেতা রনধির দে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। যুবলীগের পদ পাওয়ার পর এলাকায় দখল বেদখল, সন্ত্রাসী কর্মকান্ড আরো বেড়ে যায়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের জড়িত থাকার অভিযোগে নারী নির্যাতন, প্রতারণা, সন্ত্রাসী কর্মকান্ড, দখল বেদখলসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে যুবলীগ নেতা রনধির দের নেতৃত্বে রনধিন দে, রুপন দে, পিকলু দেসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ নিয়ে জায়গা জোর পূর্বক দখলের চেষ্টা করেন। সাথে জায়গার উপর দীর্ঘদিনের পুরানো মূল্যবান গাছপালা নিধন করেন। অভিযোগ রয়েছে দক্ষিণ ভূষি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার অসহায় পল্টু দে ও তার ছেলের লিটন দে ভিটে বাড়ির উপর কুনজর পড়ে যুবলীগ নেতার। এর আগেও তাদেরকে জোর পূর্বক উচ্ছেদ করে দিয়ে জায়গটি দখলের চেষ্টা করছিল বলে অভিযোগ স্থানীয়দের। অথচ জায়গা নিয়ে আদালতে মামলাও বিচারাধিন রয়েছে। যুবলীগ নেতা রনধির দে সন্ত্রাসী বাহিনী দিয়ে জায়গা দখলের ঘটনায় পটিয়া থানার এস আই সঞ্জয়ের নেতৃত্বে একদল পুলিশ প্রথমে ফের জায়গা দখলের খবর পেয়ে এসআই লোকমান ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। জায়গা কাগজ পত্র নিয়ে পটিয়া থানায় উভয় পক্ষকে ডাকেন। স্থানীয় পল্টু দে জানান, সব কাগজ পত্র আমাদের হলেও গায়ের জোরে সন্ত্রাসী বাহিনী দিয়ে জায়গা দখল নিতে হুমকি দিয়ে আসছে। যুবলীগ নেতা রনধির দের সাথে যোগাযোগ করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পটিয়া থানার এস আই সঞ্জয় জানান, জোর পূর্বক জায়গা দখল, হামলা, বাড়ি ঘরে ভাংচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলছি। কাগজ পত্র নিয়ে উভয় পক্ষকে থানা ডাকা হয়েছে বলে তিনি জানান।