পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকীতে বিজ্ঞান চর্চা’ শীর্ষক আলোচনা সভা

প্রকাশঃ ২০২৪-০৫-২৯ - ২৩:১৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশের প্রথিতযশা পরমানু বিজ্ঞানী ডঃ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১২টায় আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা সানরাইজ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনার ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে ‘দেশের অগ্রগতিতে বিজ্ঞান চর্চা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সমীর কুমার বক্ষ। রেজোয়ান রাজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক শওকত হোসেন, প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক উল্লাসিনী সরকার ও প্রভাষক গাজী মোঃ এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক কবি ও সাংবাদিক আনন্দ কুমার স্বর, পূর্ণিমা সরকার, কানিজ ফাতেমা, রত্না রানী স্বর কানিজ রুকাইয়া পারভীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ নমিতা মন্ডল, আফরোজা নাসরীন, আবেদা সুলতানা, সৈয়দা এসমতআরা, সালমা আক্তার, কাবেরী সাহা, রাবেয়া খাতুন, মান্নান মহলদার ও মোঃ মনিরুজ্জামান প্রমুখ।