গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে চোরাই মোটর সাইকেলসহ চোর আটক করেছে থানা পুলিশ।
আজ ২৭ মে সোমবার দুপুর আড়াইটার ঘটিকার সময় পলাশবাড়ী জনতা ব্যাংকের সামন হতে মোটর সাইকেল চোর জামাত আলীকে মোটর সাইকেল চুরি করবার সময় মোটর সাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। এদিন দুপুরে সোনালী ব্যাংকের সামনে হতে একটি বাজাজ ১০০ সিসি মোটর সাইকেল চুরি হয়। এ মোটর সাইকেলটি খুজতে থাকে পুলিশ এসময় সদরের জনতা ব্যাংক মোড় এলাকায় আরো একটি মোটর সাইকেল চুরির সময় হাতে নাতে গ্রেফতার হয় মোটর সাইকেল চোর জামাত আলী।
গ্রেফতারকৃত জামাত আলী (৪৫) স্যাদুল্যাপুর উপজেলার বৈষ্ণবদাস গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ জানান,এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে ।