পলাশবাড়ীতে জুয়ার আসর থেকে আটক ৯

প্রকাশঃ ২০২০-০৫-০৭ - ১৩:২৩

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৯ জুয়াড়– আটক করেছে থানা পুলিশ। জানা যায়, গতকাল ৫ মে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে জুয়া খেলার আসর থেকে তাদের হাতে নাতে আটক করা হয় ।

আটককৃতরা হলো পলাশবাড়ী উপজেলার বিষ্ণপুর গ্রামের আনারুল ইসলাম (৪০), সাইফুল ইসলাম (৩৫), সাহাদুল ইসলাম (২৮), আবু হোসেন (৩৩), জাকির হোসেন (৩৮), রবিউল ইসলাম (২৫), সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর কুঞ্জমহিপুর গ্রামের সুজন মিয়া (২৬), সাগর মিয়া(২৬), আশরাফুল ইসলাম (৩৫)। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ ধারায় দায়ের করা হয়েছে, মামলা নং-০৮।

এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে ঐ এলাকায় জুয়া খেলার আসর বসিয়ে জুয়া খেলা লিপ্ত ছিলো গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে জুয়াড়ুদের আটক করা হয়। আজ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।