গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে কর্মহীন অসহায় ঘরবন্দি মানুষের হাতে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার ফেরীওয়ালাখ্যাত আমেরিকা প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ । তিনি আজ ২৪ এপ্রিল শুক্রবার দিন পলাশবাড়ী উপজেলার মহদীপুর,বেতকাপা ও আমলাগাছী বাজার এলাকায় এসব খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় নিউ লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা আবু রব সালেহ সাকি,লুৎফর সরকার,সেচ্ছাসেবক রশিদুলসহ অন্যান্যরা।
এসব খাদ্য সহায়তা বিতরণের আগে আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ বলেন,নিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ হতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে । এ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলামান থাকবে। নিউ লাইফ ফাউন্ডেশন মানবতায় সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে আগামী দিনেও কাজ করে যাবে।