পশুর নদীতে ট্রলার ডুবিতে ১ জনের লাশ উর্দ্ধার : উত্তেজিত জনতার হাতে ঘাট কর্মচারী প্রহ্নত

প্রকাশঃ ২০১৯-১১-২৫ - ১৪:১০

আজগর হোসেন ছাব্বির, দাকোপ : মোংলার পশুর নদীতে ট্রলার ডুবিতে ১ জনের লাশ উর্দ্ধার। ঘটনার জেরে উত্তেজিত জনতা ঘাট ইজারদার দাকোপের ১ ইউপি চেয়ারম্যানের লোকজনকে মারপিট করেছে। সংশ্লিষ্ট খেয়াঘাটে ফেয়ার প্রাইজের চাল ও ডিজেল পাওয়া গেছে। অভিযুক্ত চেয়ারম্যান গাঁ ঢাকা দিয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে মোংলার পশুর নদীতে খুলনা-বাগেরহাট আন্তজেলা খেয়াঘাটে ১টি যাত্রীবাহি ট্রলার ডুবে যায়। ঘটনার পর পরই কোষ্টগার্ডের উর্দ্ধার অভিযানে সুন্দর বিশ্বাস (৫৫) নামে ১ জনের লাশ উর্দ্ধার হয়। এরপর নৌ বাহিনী কোষ্টগার্ড পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে উর্দ্ধার অভিযান অব্যহত রাখে বলে জানা যায়। দুঃর্ঘটনার শিকার ট্রলারের যাত্রী দাকোপের অরুপ চৌকিদার জানায়, ১২০/১৩০ জন যাত্রী নিয়ে খেয়া ট্রলারটি দাকোপের লাউডোপ থেকে ছেড়ে মোংলার হোলসিম খেয়াঘাটে ভিড়ে। কিন্তু যাত্রী ওঠার সুবিধার্থে ট্রলারটি সঠিকভাবে ধরার জন্য ঘাট ছেড়ে পিছিয়ে আসার সময় সেখানে থাকা একটি ড্রেজারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ১২/১৩ বছর বয়সি সাগর নামের এক বালক ট্রলারটি চালাচ্ছিল বলে সে জানায়। প্রশাসন ২৫/৩০ জনের অধীক যাত্রী ওই ট্রলারে পরিবহনে নিষেধ করা সত্বেও তারা সেটা না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের সময় এই দুঃর্ঘটনার শিকার হয়। এ ঘটনার জের হিসেবে দাকোপের লাউডোপ খেয়াঘাটে উত্তেজিত জনতা ঘাট পরিচালনার সাথে জড়িত বেল্লালকে ধরে মারপিট শুরু করে। পরবর্তীতে কোষ্টগার্ড এসে তাকে তাঁদের হেফাজাতে নেয়। সোহাগ নামের তার অপর সহযোগী দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘাটের টোলঘরে ১০ বস্তা এবং যাত্রী ছাউনির ঘরে ২০ বস্তা বিক্রয় নিষিদ্ধ সরকারের ফেয়ার প্রাইজের চাউল আবিস্কার হয়। একই সময়ে খেয়াঘাটে চেয়ারম্যান সুদেব রায়ের গোডাউনে ১০/১২ ড্রাম চোরই ডিজেল পাওয়া যায়। উত্তেজিত জনতা তৎক্ষনাত ওই ডিজেল পুড়িয়ে দেয়। এলাকার সত্যজিত গাইনসহ অনেকেই অভিযোগ করে বলেন, বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায় ঘাটের মুল ইজারাদার। তিনি রবীন রাজ্জাক বেল্লাল ও সোহাগের মাধ্যমে লাউডোপ- হোলসিম খেয়াঘাট পরিচালনা করেন। দুঃর্ঘটনার খবর পেয়ে দাকোপ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা সেখানে পরিদর্শনে আসেন। কিন্তু অভিযুক্ত চেয়ারম্যান সুদেব রায় জনরোষ থেকে বাঁচতে সেখানে না এসে বরং গাঁ ঢাকা দিয়েছে এমন মন্তব্য উপস্থিত এলাকবাসীর। এ ব্যাপারে চেষ্টা করেও চেয়ারম্যান সুদেব রায়ের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য দুঃর্ঘটনার স্থলটি বাগেরহাটের মোংলা থানা এলাকায়।