কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরের পাঁজিয়া বাজারের কলেজ গেটে মেসার্স রিমি এন্টারপ্রাইজে রবিবার দুপুরে আরএফএল পণ্যের শোরুমের উদ্বোধন করা হয়েছে। মেসার্স রিমি এন্টারপ্রাইজের স্বত্তাধাকারী ও আরএফএল পণ্যের ডিলার কন্ঠশিল্পি রিয়াজ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আরএফএল পণ্যের শোরুমের উদ্বোধন করেন আরএফএল-এর ম্যানেজিং ডিরেক্টর আর এন পল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরএফএল-এর জেনারেল ম্যানেজার মফিদুল হক, জোনাল ম্যানেজার আয়ুব আলী, সিনিয়র ম্যানেজার রাশিদুল হক, ডিজিএম আকরামুল হক, কেএম ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী রেজাউল ইসলাম ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
উল্লেখ্য পণ্যের গুণাগত মানের কারণে ইতিমধ্যে আরএফএল পন্য ক্রেতাদের আস্থা অর্জন করেছে।