পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় গদাইপুর খেলার মাঠটি বিদ্যুতের খুঁটি ফেলে বন্ধ করে রাখায় বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে উঠতি বয়সের ছেলেরা। খেলাধুলা না করার কারণে উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এলাকাবাসী মাঠটি সচলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলার গদাইপুরের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মাঠটি অবস্থিত। এই মাঠটিতে ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু সহ বিভিন্ন প্রকারের টুর্নামেন্টের প্রতিযোগিতা হতো। প্রতি বছর উপজেলার স্কুল ও ইউনিয়ন পর্যায়ের টুর্নামেন্টে মাঠের পরিবেশকে জাগ্রত করে তুলতো। অথচ, মাঠে বিদ্যুতের খুঁটি, পিচ ও পাথর যত্রতত্র ফেলে রাখায় মাঠের খেলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। স্কুল, কলেজ বা ইউনিয়ন পর্যায়ে টুর্নামেন্টে বা বিনোদনমূলক অনুষ্ঠান আর হচ্ছে না। এ নিয়ে সুধীমহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গদাইপুর টাইগার স্পোর্টিং ক্লাব মাঠটি ইতোপূর্বে দেখভাল করে আসলেও বর্তমান সময়ে এ ক্লাবের কোন কার্যকারিতা না থাকায় মাঠটি অভিভাবকহীন পড়ে আছে। মাঠে চরানো হচ্ছে গবাদি পশু। খেলার পরিবেশ না থাকায় উঠতি বয়সের ছেলেরা খেলাধুলার পরিবেশ না পেয়ে মাদক সহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, আমাদেরকে না জানিয়ে মাঠের ভিতরে জিনিসপত্র ফেলে রাখায় ছেলেরা খেলার পরিবেশ না পেয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। টাইগার স্পোর্টিং ক্লাবের সদস্য সরদার রনি জানায়, দ্রুত মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।