পাইকগাছার লস্করে কর্মহীন ব্যবসায়ীদের মাঝে চাল বিতরণ

প্রকাশঃ ২০২০-০৬-০২ - ২০:২৮

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় করোনা কারণে উপজেলার লস্কর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকানদারের মাঝে সরকার প্রদত্ত ২হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউপি চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪শ ব্যক্তিদের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান (তুহিন)। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার সুজিৎ কুমার মন্ডল, ইউপি সদস্য তাজ উদ্দীন আহমেদ, টি এম হাসানুজ্জামান, মোঃ আছাবুর রহমান সরদার, প্রকাশ চন্দ্র মন্ডল, অরবিন্দ কুমার মন্ডল, রমেছা বেগম ও ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার।