স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : পাইকগাছায় অন্তঃসত্ত্বা পূর্ণিমাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে পিতা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে গৃহবধুর পিতা পংকজ কুমার সরদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আমার মেয়ে পূর্ণিমার সাথে উপজেলার মুনকিয়া গ্রামের প্রিন্স মল্লিকের এক বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক সহ নানা অজুহাতে প্রিন্স ও তার পরিবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সর্বশেষ গত ২৭ জুলাই ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় পূর্ণিমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনাকে পরিকল্পিতভাবে তার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মেয়ের অর্ধপোড়া লাশটি নদীর কুলে ভেসে উঠলে শিয়াল-কুকুরে খাচ্ছে বলে পংকজ সরদার সংবাদ সম্মেলনে উল্লেখ করে। এদিকে, ওসি এমদাদুল হক শেখ জানান, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না।